কি ভাবে নিজের ওয়েবসাইট তৈরি করবেন?
এখন নিজের ওয়েবসাইট তৈরির জন্য অনলাইনেই অনেক উপাদান পাওয়া যায়। এর মধ্যে ডোমেইন নির্বাচন, টেমপ্লেট ও ওয়েবসাইট তৈরির নকশা প্রভৃতি। যখন পাঠক বা দর্শককে ওয়েবসাইটের বিভিন্ন কনটেন্ট সেবা দেওয়ার প্রস্তুতি সারা, তখন গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারেন। গুগলের বিজ্ঞাপন যখন সাইটে দেখানো শুরু হবে এবং তাতে ক্লিক পড়বে, তখন আয় আসতে শুরু করবে। ওয়েবসাইটে ট্রাফিক বা দর্শক যত বেশি হবে, আয়ের পরিমাণ তত বাড়বে।
কোনো ওয়েবসাইট পাবলিশ করার জন্য নিম্নলিখিত ধাপগুলো সম্পন্ন করতে হয়-
১. ডোমেন নাম (আপনার কাস্টম ওয়েব ঠিকানা, www.YourSite.com)
২. ওয়েবসাইট হোস্টিং (পরিষেবা যা আপনার ওয়েবসাইটকে হোস্ট করে)
৩. ওয়ার্ডপ্রেস (বিনামূল্যে, সাধারণত ব্যবহৃত ওয়েবসাইট প্ল্যাটফর্ম)
আপনি চাইলে কোডিং করে ওয়েব থিম বানাতে পারেন, তবে আপনাকে কোডিং শিখতে হবে।
Leave a Comment